• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধে আর্মেনিয়ার ১৪ হাজার সেনা নিহত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২০, ১৭:০২
আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ
আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের ফাইল ছবি

নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সম্পতি আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে আর্মেনিয়ার ১৪ হাজার সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ এই রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়, ৪৪ দিনের ওই যুদ্ধে আর্মেনিয়ার ১৪ হাজার ২৮৬ সেনা নিহত ও ২২ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া, আরও প্রায় এক হাজার সেনা নিখোঁজ রয়েছে।

সাম্প্রতিক যুদ্ধে নাগরনো-কারাবাখের কোন কোন অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো তথ্য জানায়নি।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং ৪৪ দিনের যুদ্ধে দুই পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়। গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দুই দেশ। তবে আর্মেনিয়ার বেশ কিছু এলাকা আজারবাইজান নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-লুটপাট, আটক ৪
আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা, বিতর্কিত নটআউটের নতুন অধ্যায়ের সূচনা
X
Fresh